যদি তুমি সত্য বল। তবে সত্য বলে কিছু নেই।
যদি তুমি মিথ্যা বল, তবে মিথ্যা বলে কিছু নেই।
সত্য বা মিথ্যা,
পুরোটাই একটা ধাঁধা।
বলে দাও তারে, তুমি নেই, তুমি আছো।
অথবা আছো। অথবা নেই।
কি লাভ তাতে, থাকবেই বা কি?
এই আছি, এই নাই।
এই সত্য, বা এই মিথ্যা।
হয়ত অন্য কোথাও, কিংবা কোথাও নয়।
নয়তো আমার কাছে। হয়ত বহু দূরে। হয়ত খুব কাছে।
পুরোটাই একটা ধাঁধা।
তবু সেত প্রেম কিংবা নর বলী।
হয়ত জীবন, কিংবা অর্ধ মৃত।
নয়ত মৃত।
এইত ভালবাসা। এইত ঘৃনা।
এটাই জীবন।
পুরোটাই একটা ধাঁধা।