স্টার্টআপ
Photo: Christina Morillo, Pexels

উদ্যোক্তা তৈরি করতে প্রায়ই আমাদের দেশে বিভিন্ন রকম কনফারেন্স, সেশন হয়। সেখানে আসেন দেশের নামকরা ব্যক্তিত্ব। তারা আপনাকে মোটিভেট করবে উদ্যোক্তা হতে। বিভিন্ন ব্যক্তিদের কোটেশন আর গল্প শুনে আপনিও একজন উদ্যোক্তা হতে নেমে পরবেন। তবে উদ্যোক্তা হবার পূর্বে আপনাকে জানতে হবে স্টার্টআপ কঠিন। আপনার কাছে যতটুকু কঠিন বলে মনে হয় তার সাথে ১০০ গুণ করলে যা হয়, কমপক্ষে ততটূকু কঠিন।

আপনার আইডিয়া শুনে কেউ পাত্তাই দেবেনা। জমানো টাকা পয়সা দিয়ে মাঠে নেমে সব শেষ হয়ে যাবে খুব দ্রুত। অন্য কোন যায়গা থেকে ফান্ড পেতে পেতে “ডাক্তার আসার আগেই রোগী মারা গেল” টাইপের অবস্থা হবে। ক্লায়েন্ট কাজ করিয়ে টাকা আটকে রাখবে, আর অনেকে আপনার টাকা পয়সা রীতিমত মেরেই দেবে। এবং এক্ষেত্রে মনে রাখবেন, যাদেরকে আপনি আপনজন ভাববেন, দেখবেন, তারাই আপনার সাথে বেশি প্রতারণা বেশি করবে। অনেকটা সামানুপাতিক হারে, যে যত আপন, সে তত বড় প্রতারক। আমি যখন শুরু করি, তখন ভাবলাম, যদি আমি শিল্পপতি কিংবা অনেক ধনীদের কাজ করি, তবে ভাল পেমেন্ট পাওয়া যাবে। কিন্তু আমার ধারণাটাও ভুল ছিল। এথেকে আমি অবশ্য ধরেই নেই, আমার মত আরও একশজনের টাকা মেরেই আজ সে এত ধনী।

দিন রাত এক করেও কাজ করে সব শেষ করা যাবেনা, কিন্তু এদিকে সময় দেন না কিংবা যোগাযোগ রাখেন না বলে পরিবার পরিজন আপনার সাথে অভিমান করবে। সরকারী চাকরি কিংবা বিসিএস দিচ্ছেন না বলে সমাজ পাত্তা দেবেনা, প্রেমিকা ছেড়ে যাবে। নিদেনপক্ষে একটা বেসরকারী চাকরিও তো করা যেতো, সেটি না করে ছাইপাশ কাজ করার কারণে আত্মীয় স্বজনদের কাছে মুখ দেখানো যাবেনা।
আয়ের কোন খবর নেই, কিন্তু ট্যাক্স/ভ্যাট থেকে নোটিশ আসবে, কমার্শিয়াল স্পেস নেবার চিন্তাও করা যাবেনা, কিন্তু আবাসিক এ অফিস চালাতে গিয়ে অজস্র সমস্যার মুখোমুখি হতে হবে।

ইনভেস্টমেন্ট যদি পেয়েও থাকেন, ডিল সাইন হবে, কিন্তু এই ডকুমেন্ট, সেই ডকুমেন্ট প্রসেসিং হয়ে টাকা পেতে পেতে উলটো দেনার দায়ে আপনার বিজনেস ডুবে যাবার উপক্রম হবে।

একটার পর একটা বিজনেস মডেল ট্রাই করবেন, কিন্তু আপনি যেভাবে ভেবে রাখেন, সেভাবে কোনটাই ঠিকভাবে কাজ করবেনা। নতুন এমপ্লয়ী হায়ার করা কঠিন হয়ে যাবে, কারণ অনিশ্চিত ক্যারিয়ারে কে আসতে চায়? পুরনো এমপ্লয়ীদের মাঝে হতাশা ছড়াবে, আর তারা কাজে মনযোগ না দিয়ে বিডিজবস এ ঢুঁ মারবে সারাদিন।

আপনার অনভিজ্ঞতার সুবিধা নেবে যে যেভাবে পারে। কেউ কেউ কাজে ফাঁকি দেবে। কেউ বিভিন্ন আজেবাজে প্রজেক্ট করিয়ে টাকা খসিয়ে নেবে, কেউ ইনভেস্ট করে জটিল শর্তের মারপ্যাঁচে ফেলে আপনাকে ঠকাবে, কেউবা ইনভেস্টমেন্ট আনার কথা বলে শেয়ার টেয়ার নিয়ে নেবে। কেউ কেউ আপনাকে স্রেফ সাহায্য করার ভান করবে, কিন্তু করবেনা। পাগলাটে কোন কাস্টমার আপনার সার্ভিসে অসন্তুস্ট হয়ে মামলা টামলা করে দেবে। মাস শেষে এমপ্লয়ীদের বেতন দিতে গিয়ে নিজের জমানো সব পুঁজি শেষ করতে হবে, আর ধার দেনা করে মান ইজ্জত হারাতে হবে।

যা কিছু ভুল হতে পারে, প্রতিটি ভুল হতে থাকবে। সেই ভুলগুলো থেকে শিক্ষা নিতে নিতে নতুন ভুল হবে। যখন সবেমাত্র ভেবেছেন সবকিছু সামলে নিয়েছেন, তখন নতুন কোন বিপর্যয় এসে দাঁড়াবে। আপনার দেখাদেখি কাতারে কাতারে লোকজন নামবে আর আপনার বিজনেস মডেল কপি করবে। বিপুল বিনিয়োগ নিয়ে হঠাৎ অনেক বড় কেউ আপনাকে মিশিয়ে দিতে মাঠে নেমে পড়বে।

কাজেই ভাইসব, উদ্যোক্তা হবার মোটিভেশন শুনেই উত্তেজিত হয়ে মাঠে নেমে পড়বেন না। অনুগ্রহ করে সব কিছু জেনে, শুনে আর বুঝে মাঠে নামতে হবে।

এত কিছুর পরেও স্টার্টআপ জীবন অসাধারণ, সম্ভবত এত কঠিন আর বিচিত্র চ্যালেঞ্জ আর অন্য কিছুতেই নেই বলে। আপনাকে স্রেফ নিশ্চিত হতে হবে, আপনি সেই মানুষ কি না, যিনি এত কঠিন আর বিচিত্র চ্যালেঞ্জ এর মুখোমুখি হয়ে লড়াই করতে প্রস্তুত।