ফেসবুক এর বর্তমান ব্যবহারকারী ২ বিলিয়নেরও বেশি। সুতরাং ফেসবুক ব্যবহার করে খুব সহজেই আপনি ২ বিলিয়ন মানুষের কাছে আপনি পৌছে দিতে পারবেন আপনার বার্তা। তবে এটি করতে প্রয়োজন হবে বুস্টিং এর।
বুস্টিং কি?
বুস্টিং হচ্ছে ফেসবুককে পে করে ফেসবুক পেজের কোন পোস্ট নির্ধারিত ও কাঙ্ক্ষিত মানুষের কাছে পৌছে দেয়া।
বুস্টিং করতে কি দরকার?
- ফেসবুক পেইজ
- পোস্ট
- কার্ড (ক্রেডিট কার্ড, ভিসা কার্ড, মাস্টার কার্ড ইত্যাদি)
বুস্টিং কিভাবে করতে হবে?
পোস্ট
প্রথমে ফেসবুক পেজে একটি পোস্ট দিতে হবে। এরপর পোস্টের নিচে বুস্ট অপশনে গিয়ে বুস্টে ক্লিক করতে হবে।
কি ধরণের পোস্ট দিতে হবে?
- আকর্ষনীয় ও প্রফেশনাল ছবি বা ডিজাইন। চেষ্টা করুন প্রফেশনাল ফটোগ্রাফারকে দিয়ে পণ্য বা সার্ভিসের ছবি তুলুন এবং প্রফেশনাল গ্রাফিক ডিজাইনারকে দিয়ে ডিজাইন করুন।
- সঠিক রঙ এর ব্যবহার। ধরুন আপনি লাল রঙ এর কোন ছবি নির্বাচন করেছেন বুস্টিং এর জন্য। এখন আপনি এর উপরে লিখলেন খয়েরি রঙ দিয়ে। এখন এটি ফুটে উঠবে না। কিন্তু আপনি যদি সবুজ রঙ ব্যবহার করুন, তবে ফুটে উঠবে। সাধারণত গ্রাফিক ডিজাইনাররা এ বিষয়গুলো ভাল্ভাবে জেনে থাকে।
- অল্প ও আকর্ষনীয় টেক্সট। বেশি লেখা থাকলে মানুষ সাধারণত পড়তে চায় না।
- পোস্ট এর ছবির সাইজ যেন ফেসবুক এর গাইডলাইন অনুসরণ করে।
স্থান নির্বাচন
এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে আপনাকে বুঝতে হবে, আপনার পণ্য বা সার্ভিস কোন এলাকায় দিতে চান। ধরুন আপনি একটি রেস্টুরেন্ট কোন অফার বুস্ট করবেন। আপনার রেস্টুরেন্টটি ঢাকার ধানমন্ডিতে অবস্থিত। এখন আপনার রেস্টুরেন্টে সাধারণত গুলশান এর কেও আসবে না। এখন এ পোস্টটি বুস্ট করার সময়ে আপনাকে ধানমন্ডি ও এর আশে পাশের এলাকা নির্বাচন করতে হবে। এতে বুস্ট এর খরচ কমে যাবে।
আবার ধরুন আপনি এমন একটি পণ্যের পোস্ট বুস্ট করবেন, যেটি পুরো বাংলাদেশেই পাওয়া যায়, তখন লোকেশন অবশ্যই পুরো বাংলাদেশ দিতে হবে। এখন ধরুন আপনার পণ্যটি এই মুহুর্তে চট্টগ্রামে পাওয়া যাচ্ছে না। তখন চট্টগ্রামকে বাদ দিতে হবে। কেননা এতে অই এলাকার লোকজন ঐ পণ্যটি পাবে না এবং আপনার ব্যবসার দুর্নাম হবে।
সুতরাং বুঝতেই পারছেন, স্থান নির্বাচন কতটা গুরুত্বপূর্ণ।
অডিয়েন্স নির্বাচন
বুস্টিং এর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আপনি একটি পোস্ট কাদের কাছে পৌঁছে দিতে চান, এ অংশে এটাই নির্বাচন করতে হয়। যেমন ধরুন, আপনি ওয়েডিং ফটোগ্রাফির কোন অফার বুস্ট করবেন, কাদেরকে নির্বাচন করবেন?
Age Limit: 22-35
Gender: Male & Female
In a relationship
Engaged
Wedding
Wedding Photography
Bridal Photography
Wedding Venue
Bridal Dress
Wedding Dress
Honeymoon
এরকম বেশ কিছু অপশন।
কেন আমরা এদের নির্বাচন করেছি?
সাধারণত ২২ থেকে ৩৫ বছরের মাঝে একজন মানুষ বিয়ে করে।
ছেলে ও মেয়ে উভয়েই বিয়ে করে।
যারা রিলেশনশিপে রয়েছেন বা এঙ্গেজমেন্ট হয়েছে।
যারা বিয়ে বিষয়ক বিভিন্ন জিনিস সার্চ করছে।
ধরুন, আপনি লাক্সারি কার এর বুস্ট করবেন। এখন আপনাকে বুঝতে হবে, কে লাক্সারি কার কিনতে পারে। ধরুন একজন মানুষ এর বার্ষিক আয় ৫ লাখ টাকা, সে নিশ্চয় লাক্সারি কার কিনবে না।
আপনাকে প্রচুর গবেষনা করতে হবে এটা নিয়ে। এখন ধরুন, আপনি একটি পোস্ট বুস্ট করলেন, কিন্তু রিচ ভাল হলো না বা যাদের কাছে গিয়েছে, তারা আপনার পণ্যের ক্রতা নয়। তাহলে পরিবর্তন করুন অডিয়েন্স।
এজন্য আপনাকে বার বার অডিয়েন্স পরিবর্তন করতে হতে পারে।
প্রথমে অল্প পরিমাণ বুস্ট করুন, করে দেখুন, কি ফলাফল হয়। যদি দেখেন, রিচ বেশি, সেল বেশি, তাহলে ঠিক আছে, কিন্তু যদি না হয়, তবে আবার পরিবর্তন করুন। প্রয়োজনে বিভিন্ন ব্লগ বা আর্টিকেল পড়ুন, ইউটিউবের ভিডিও দেখুন আর অভিজ্ঞ ব্যক্তি বা এজেন্সির সহায়তা নিয়ে নিন।
বাজেট নির্বাচন
প্রচারেই প্রসার
সুতরাং যত বেশি বাজেট দেয়া যায়, ততই ভাল।
ছোট ব্যবসায় মাসে অন্তত ৩০০-৪০০ ডলার বুস্ট করলে মোটামুটি ভাল ফলাফল আসে। তবে নতুন পণ্য বা সার্ভিস আনলে বাজেটটা বাড়ালে ভাল হয়।
তবে অল্প পরিমাণে বুস্ট করলে সর্বনিম্ন ৪ ডলার বুস্ট করতে হবে। এর কম করলে রিচ ভাল হবে না।
সময় নির্বাচন
কতদিন ধরে প্রমোশন চালাবেন, সেটা নির্ভর করছে ব্যবসার ধরণের উপরে।